উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী তালাক পতিত হয় সঠিক পদ্ধতিতে বিবাহিত স্ত্রীর উপর। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদিও উভয় স্ত্রীর নাম এক, কিন্তু তালাক পতিত হবে সঠিক পদ্ধতিতে বিবাহিত স্ত্রীর উপর।
আদ্দুররুল মুখতার ৩/২৩, ফাতাওয়ায়ে কাযীখান ১/২৭৬, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৭/৩৫৭
Leave Your Comments