উত্তর:- শরীয়তের দৃষ্টিতে যাকাতের মাল আলাদা করে রাখার দ্বারাই যাকাত আদায় হয় না। বরং আলাদা করার সাথে সাথে প্রতিদানের নিয়ত ছাড়া যাকাতের উপযুক্ত কোন ব্যক্তিকে সে মালের মালিক বানিয়ে দেয়া জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ঐ ব্যক্তি যাকাতের মাল আলাদা করে রাখলেও যেহেতু সে হকদারকে তা পৌছাইতে পারে নাই তাই যাকাত আদায় হয় নাই। তার অবশিষ্ট মাল হতে তাকে যাকাত আদায় করতে হবে।
আদ দুররুল মুখতার – ২/২৬৮। আল বাহরুর রায়েক – ২/৩৬৯। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৩/৫৩৫।
Leave Your Comments