উত্তর: শরয়ী দৃষ্টিতে যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো; যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে যাকাতের টাকা হস্তান্তর করা ও মালিক বানিয়ে দেওয়া।
প্রশ্নে বর্ণিত সূরতে মাদরাসার জন্য যাকাত/টাকা উত্তোলনকারী ব্যক্তি যেহেতু নির্ধারিত কোন ফকিরের পক্ষ থেকে উকিল। তাই হারিয়ে যাওয়া টাকার জরিমানা দিলে যাকাত দাতার যাকাত আদায় হবে। অন্যথায় হবে না। তবে যদি কোন ফকির – মিসকিনের পক্ষ থেকে উকিল হয় তাহলে জরিমানা দিতে হবে না। এবং যাকাতও আদায় হয়ে যাবে।
রদ্দুল মুহতার ৩-২২৫, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ১ – ৩৫৯, কিফায়াতুল মুফতি ৬-২৩১, খুলাসাতুল ফাতাওয়া ১-২৪৩
Leave Your Comments