প্রশ্ন :- এক ব্যক্তি ষাট হাজার টাকার মালিক। মাসে তার বেতন দশ হাজার টাকা। যা দিয়ে তার মাস চলে যায়। এই ব্যক্তির উপর যাকাত ফরয হবে কি না?

উত্তর :- কারো নিকট সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার সমপরিমাণ প্রয়োজন অতিরিক্ত এবং বর্ধনশীল সম্পদ থাকলে বছরান্তে যাকাত ফরয হয়। রূপার দাম হিসেবে বর্তমানে ষাট হাজার টাকায় যাকাত ফরয হয়। সে ব্যক্তি যখন থেকে ষাট হাজার টাকার মালিক হয়েছে তখন থেকে আরবী বছর হিসেবে এক বছর পূর্ণ হওয়ার সময় তার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য পরিমাণ টাকা থাকলে যাকাত ফরয হবে।

 

 

শরহু মুখতাসারিত তহাবী- ২/৩৩৭, মাবসূত সারাখসী- ২/১৭২, বাদায়েউস সানায়ে- ২/৫১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *