উত্তর:- মসজিদে নতুন কার্পেট কেনায় পুরাতন কার্পেটগুলো ব্যবহারের প্রয়োজন না হলে এবং মসজিদের ফাণ্ডও বেশ সচ্ছল যে পুরাতন কার্পেট বিক্রি করার কোন দরকার নেই। তাহলে পুরাতন কার্পেটগুলো অন্য মসজিদে দেয়াতে কোন সমস্যা নাই।
রদ্দুল মুহতার – ৪/৩৫৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৪৭৮। তাবয়ীনুল হাকায়েক- ৪/২৬৭। কিফায়াতুল মুফতি- ১০/১৫৫।
Leave Your Comments