প্রশ্ন:-এক মহিলা ব্যভিচার করার প্রমাণ পাওয়া গেছে। কিছু লোক বিচারকের ফায়সালা ব্যতীতই তাকে হত্যা করে ফেলে। জানার বিষয় হল,যারা তাকে হত্যা করেছে তাদের বিধান কী?

উত্তর:-ইসলামী শরীয়ায় কোন অপরাধের শাস্তি বাস্তবায়নের অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র কতৃক নিযুক্ত  বিচারক ও তার পক্ষ থেকে নিযুক্ত ব্যক্তিদের । ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিয়ে শাস্তি দেয়ার অনুমতি নেই।

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে বিচারকের রায় ব্যতীত মহিলাকে হত্যা করা বৈধ হয়নি। হত্যাকারীরা নিয়মানুযায়ী বিচারের সম্মুখীন হবেন।

ফাতওয়ায়ে শামী ৪/৬৩,বাদায়েয়ুস সানায়ে ৯/২২৬,ফাতওয়ায়ে হক্কানিয়া ৫/১৫৯,কিফায়াতুল মুফতী ১৩/২৩৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *