প্রশ্ন-এক লোক ক্রীড়া উন্নয়ন তহবীলের লটারীতে ৫ লাখ টাকা পায়। এ টাকা দিয়ে ব্যবসা করে প্রচুর লাভবান হয়। জানার বিষয় হল এ সম্পদের যাকাতের বিধান কী?

উত্তর-হারাম মালের উপর যাকাত আবশ্যক হয়না। বরং লাভসহ পুরো সম্পদ সওয়াবের নিয়ত ব্যতীত গরীবদেরকে সদকা করে দিতে হবে।

ফাতওয়ায়ে তাতারখানিয়া ২/২১৮,ফাতওয়ায়ে বাযাযিয়াহ ১/৮৬

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান- মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর, খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *