উত্তর: শরয়ী দৃষ্টিতে কুড়িয়ে পাওয়া বস্তু নির্ধারিত সময় এলান করার পরও যদি মালিক না পাওয়া যায়, তাহলে মালিকের নামে সদকা করে দিতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে এতিম ছেলের জন্য এলান করা আবশ্যক। মালিক পাওয়া না গেলে সদকা খাওয়ার উপযুক্ত কাউকে দিয়ে দিবে। আর সে উপযুক্ত হলে নিজেও খেতে পারবে।
আদ্দিরায়াহ আলাল হিদায়া ২-৬১৪, আল বাহরুর রায়েক ৫-২৬৪, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১২-৪৫৫
Leave Your Comments