উত্তর:- শরয়ী দৃষ্টিতে এ‘তেকাফকারী ব্যক্তির ঐ সমস্ত কাজের জন্য মসজিদ থেকে বাহির হওয়া বৈধ আছে, যেগুলোকে শরয়ী ওযর হিসেবে সমর্থন করে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যেহেতু বিড়ি-সিগারেট খাওয়ার জন্য বাহির হওয়া শরয়ী ওযর নয় বিধায় এগুলো খাওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবে না।
– মিশকাতুল মাসাবিহ- ১/৬৮, আদ্দুররুল মুখতার- ২/৪৪৪৪, আল বাহরুর রায়েক- ২/৫২৭,
Leave Your Comments