প্রশ্ন:- এ‘তেকাফরত ব্যক্তি বিড়ি-সিগারেট খাওয়ার জন্য মসজিদ থেকে বাহিরে বের হতে পারবে কিনা?

উত্তর:-শরয়ী দৃষ্টিতে এতেকাফরত ব্যক্তি ঐ সমস্ত কাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে যে সমস্ত কাজকে শরীয়াহ ওজর হিসেবে সমর্থন করে।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যেহেতু বিড়ি-সিগারেট খাওয়ার জন্য বাহির হওয়া শরয়ী ওজর না বিধায় বিড়ি-সিগারেট খাওয়ার জন্য মসজিদের বাহিরে বের হতে পারবে না।

-আদদুররুল মুখতার-২/৪৪৪, রদদুল মুহতার-২/৪৪৫, আর বাহরুর রায়েক-২/৫২৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *