উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু খাবার দ্রব্য মিশ্রিত মসলা ইত্যাদির সুঘ্রাণ তুলনামূলক খাবারের থেকে কম থাকে তাই কোন সমস্যা নেই, তবে মাকরূহ হবে।
রদ্দুল মুখতার ৩/৬৫৬, আল মুহিতুল বোরহানি ৩/৪৩৯, ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৪/২৭২
Leave Your Comments