প্রশ্ন:- ওমরাহ হতে ফারেগ হওয়ার পূ্র্বেই কাপড় পরিধান করে ফেলে তাহলে তার হুকুম কি ?

উত্তর :- হলক হওযার পূর্বেই কাপড় পরিধান করার কারণে ওমরার কোন ক্ষতি হবে না। তবে সদকায়ে ফিতর পরিমাণ সদকা করা ওয়াজিব।

 

সুনানে তিরমিযি- ১/১৮২; আল লুবাব ফি শরহিল কিতাব – পৃ. ২০৬; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৩২৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *