প্রশ্ন:- ওমরা করার পর যদি কোন ব্যক্তি হজের উপর সামর্থবান হয়। তাহলে কি তাকে আবার হজ করতে হবে?

উত্তর :- হজ ও ওমরা দু’টি আলাদা স্বতন্ত্র ইবাদাত। তন্মধ্যে হজ ফরজ আর ওমরা সুন্নাত বা মুস্তাহাব। একটি  আদায় করলে অন্যটা আদায়  হয়ে যাবে না। তাই ওমরা করার পর হজের সামর্থ্য চলে আসলে তাকে হজও করতে হবে ।

 

তাফসিরে কাবীর – ৩/১৯৬’;ফাতাওয়া হিন্দিয়া – ১/৩০১; ফাতাওয়া তাতার খানিয়া- ৩/৪৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *