উত্তর: আমি যদি এ পরিমাণ ঢিলা হয় যে, স্বাভাবিকভাবে তার মাঝে পানি প্রবেশ করতে পারে। তাহলে অজু হয়ে যাবে।
আর যদি পানি প্রবেশ করতে না পারে, এক্ষেত্রে আন্টি না খুললে বা নাড়া না দিলে ওযু হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া-১/৫৪, আল বাহরুর রায়েক-১/২৯, তাবয়ীনুল হাকায়েক-১/৬১
Leave Your Comments