উত্তর:- কবরস্তানের লাকড়ি খড়ি বিক্রি করে তার টাকা কবরস্তানের কাজে লাগাতে হবে। যদি সেখানে উক্ত টাকা খরচ করার প্রয়োজন না থাকে তাহলে পরামর্শ ক্রমে মহল্রার মসজিদের নির্মাণ কাজে উক্ত টাকা ব্যবহার করতে পারবে।
আদ দুররুল মুখতার- ৪/৪২২। আল বাহরুর রায়েক- ৫/৩৪২। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৩/২৬৬।
Leave Your Comments