উত্তর:-ওয়াকফকৃত জমির ক্ষতি হয় এমন কোন পদক্ষেপ গ্রহণ কারো জন্য বৈধ নয় । সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে যদি গাছ লাগানোর কারণে ওয়াকফের উদ্দেশ্যে কোন ব্যহত না ঘটে এবং জমির কোন ক্ষতি না হয় তাহলে গাছ লাগানোর অনুমতি আছে। অন্যথায় নেই।
আদ্দুররুল মুখতার ৪/৪৫৪,রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৪/৪৫৪),আল মুহিতুল বোরহানী ১/৪৩
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর,ঢাকা।
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments