প্রশ্ন:- ওয়াকফের সম্প্রতি সরকারি প্রয়োজনে টাকার বিনিময়ে কিংবা টাকা বিহীন হস্তক্ষেপ (মালিকানা) করতে পারবে কিনা?

উত্তর:- শরয়ী নীতিমালা অনুযায়ী  কাজীর জন্য ওয়াকফকৃত  জমিন হস্তক্ষেপ করা বৈধ।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে  সরকার  প্রয়োজনের খাতিরে ওয়াকফকৃত জমিন বিনিময় দিয়ে গ্রহণ করতে পারবে। তবে বিনিময়বিহীন নেওয়া ঠিক নয়।

-রদ্দুল মুহতার- ৪/৩৮৯, তানকীহুল ফাতাওয়া আল হামিদিয়্যাহ-১/২১৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *