প্রশ্ন:- ঔষধ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার বিধান কি ?

উত্তর:- শরীয়তের দৃষ্টিকোণে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা সুস্পষ্ট ধোকা। আর ধোকা ইসলামে হারাম।
তাই মেয়াদোত্তীর্ণ ঔষধ মানুষকে না জানিয়ে বিক্রি করা নাজায়েয।

সহিহ বোখারী – ১/৬। সুনানে ইবনে মাজাহ- ২/১৬২। আদ দুররুল মুখতার-৫/৪৭। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/১১৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *