প্রশ্ন:- কাযা নামাযে কি তাকবীরে তাশরিক পড়তে হবে?

উত্তর :- তাকবীরে তাশরিকের দিনগুলোতে আদায়কৃত ফরজ নামাযের পর তাকবীর বলা ওয়াজিব। এবং ঐ দিনগুলো কাযা হওয়া নামাযগুলোও যদি আইয়ামে তাশরিকের ভিতর আদায় করেন। তাহলে ঐ কাযা নামায আদায়ের পরও তাকবীরে তাশরিক বলা ওয়াজিব।

 

রদ্দুল মুহতার – ১/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩৮৩; ফাতাওয়া হাক্কানিয়া – ৩/৪১৫; আল ফিকহুল ইসলামি – ২/৩৭১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *