উত্তর :- যাকাত ও কোরবানি দুটি স্বতন্ত্র ইবাদত। একটা অপরটার সাথে সংযুক্ত নয়। ফলে একটাকে আদায় না করা অপরটার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।
তাই কোন যাকাত আদায় না করলেও তাকে কোরবানি দিতে হবে। বা যাকাত না দিলেও কুরবানি দিলে তার কুরবানি আদায় সহিহ হবে।
আদ দুররুল মুখতার – ৬/৩১২; আল ফিকহুল হানাফি – ৫/১৯৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৩৬; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৪৩০।
Leave Your Comments