উত্তর :- হজের সফরে মুহরিম ব্যক্তির আসবাবপত্র হারিয়ে গেলে সে যদি হাটতে সক্ষম না হয় তাহলে কষ্ট থেকে বাচার জন্য হালাল হওয়া জায়েয। আর হাটতে পারলে তার জন্য হালাল হওয়ার অবকাশ নাই। তাকে হেটেই হজ পালন করতে হবে।
রদ্দুল মুহতার -২/৫৯০; বাদায়েউস সানায়ে’ ৩/১৯২; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১৯; ফাতাওয়া বাযযাযিয়া – ১/৭২।
Leave Your Comments