প্রশ্ন:- কুইজ প্রতিযোগীতায় টাকার বিনিময়ে অংশগ্রহণ করা এবং তা হতে বিজয়ীদেরকে পুরস্কৃত করার শরয়ী বিধান কি?

উত্তর:- শরীয়তের দৃষ্টিতে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের থেকে টাকা গ্রহণ করে বিজয়ীদের পুরস্কৃত করা না জায়েয। কেননা তা জুয়ার অন্তুর্ভুক্ত।

 

সুরা মায়েদা- ৯। আদ দুররুল মুখতার- ৬/৪০৩। আপকে মাসায়েল আওর উনকা হল- ৮/৪১০। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৬/৪৪০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *