উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী সামুদ্রিক প্রাণী যা কোন ধরনের উপকারে আসে তা বিক্রি করা বৈধ। সুতরাং প্রশ্নে বর্ণিত কুচ্চা যেহেতু বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী বিভিন্ন রোগ তথা রক্তচাপ ইত্যাদি রোগে উপকারে আসে অতএব কুচ্চা বিক্রি করা বৈধ।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৫/৬৮, ফাতাওয়া ৮/৩৩৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৬
Leave Your Comments