উত্তর :-
কুরবানির গলায় মালা পড়ানো এবং মালাটি নিজে বানানো- ঈদের একটি প্রায় বিলুপ্ত সুন্নাহ” বলে বিভিন্ন দ্বীনি ভাইদের বলতে শোনা যায়।
অথচ হাদিসটি (বুখারী শরীফ – ১৫৯১, মুসলিম – ২৩৪৮) হাদি তথা হজের পশু সংক্রান্ত, উযহিয়্যা তথা কুরবানির পশু সংক্রান্ত নয়। এটা হজের পশুর বিধান, কুরবানির পশুর বিধান নয়।
হজের পশু যাতে সবাই চিনতে পারে সেজন্য মালা পরানোর বিধান রয়েছে। এই মালা পড়ানোর উদ্দেশ্যে ছিল তাময়িজ পার্থক্য করণ। যেন রাস্তায় মারা গেলে কিংবা হারিয়ে গেলে বুঝা যায়, এবং জবাই করে রেখে গেলে দরিদ্ররা খেতে পারে।
কিন্তু কুরবানিতে সেটার প্রয়োজন নেই। তাই কুরবানির পশুর গলায় মালা পড়ানো এবং মালাটি নিজে বানানো ঈদের একটি প্রায় বিলুপ্ত সুন্নাহ বলে প্রচার করা ভ্রান্তি বৈ কিছুই নয়।
Leave Your Comments