উত্তর :- কুরবানির পশু ক্রয়ের পর মারা গেলে পরবর্তীতে আরেকটা পশু ক্রয় করা না করার বিষয়টা নির্ভর করবে কুরবানির দাতার উপর। যদি সে ধনী হয় তাহলে আরেকটা ক্রয় করতে হবে। আর যদি দরিদ্র হয় তাহলে আরেকটা ক্রয় করার প্রয়োজনীয়তা নাই।
হাশিয়া রদ্দুল মুহতার – ৬/৩২৫; আল বাহরুর রায়েক – ৮/৩২০ ; আহসানুল ফাতাওয়া – ৭/৫০৪।
Leave Your Comments