প্রশ্ন :- কুরবানি কখন কার উপর ওয়াজিব ?

উত্তর :- অনেকে মনে করেন, যাকাত ফরয হওয়ার জন্য যে ধরনের সম্পদ জরুরি যেমন, টাকা-পয়সা , সােনা-রুপা, ব্যবসায়িক সম্পদ, তেমনি কুরবানী ওয়াজিব হওয়ার জন্যও একই শর্ত। ফলে কোন কোন স্বচ্ছল পরিবারের লোকজনকেও কুরবানী দিতে দেখা যায় না। এটি ভুল ধারণা। সঠিক মাসআলা হল, যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট কুরবানীর দিনগুলােতে সাড়ে ৫২ তােলা রূপার মূল্য পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত যেকোন ধরনের সম্পদ থাকবে তার উপরই কুরবানী ওয়াজিব। প্রয়ােজনের অতিরিক্ত জমি, সৌখিন বা অপ্রয়ােজনীয় আসবাবপত্র, তা ব্যবহৃত হােক বা না হােক, এসব কিছুও কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। কিন্তু যাকাতের বেলায় এগুলাে ধর্তব্য হয় না। তাই টাকা-পয়সা, সােনা-চাঁদি ও ব্যবসায়িক সম্পদ না থাকলেও প্রয়ােজনের অতিরিক্ত ধনসম্পদ, আসবাবপত্রের মূল্য নেসাব পরিমাণ হলেই কুরবানী ওয়াজিব হবে।

 

 

-বাদায়েউস সানায়ে ৪/১৯৬; রদ্দুল মুহতার ৬/৩১২; আলমগীরী ৫/২৯২

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *