উত্তর: না, কোন শরীক মারা গেলে তার অংশ কুরবানী করা জরুরী নয়। বরং তার ওয়ারিশদের অনুমতি লাগবে। যদি তার ওয়ারিশগণ কুরবানী করার অনুমিত দেন, তাহলে কুরবানী করা যাবে, অন্যথায় কুরবানী করা যাবে না।
-কিতাবুল আসল-৫/৩০৬, আদ্দুররুল মুখতার-৬/৩২৬, বাদায়েউস সানায়ে‘-৪/২০৯.
Leave Your Comments