প্রশ্ন :- কুরবানী ওয়াজিব হওয়ার সময়

উত্তর :-শুধু যিলহজ্বের ১০ তারিখে কুরবানীর নেসাব পরিমাণ সম্পদ না থাকলে কুরবানী ওয়াজিব হবে না বলে ধারণা করা হয়। ফলে যিলহজ্বের ১১ বা ১২ তারিখে কারাে কারাে কাছে হঠাৎ কোনভাবে নেসাব পরিমাণ সম্পদ আসলে সে আর কুরবানী করে না। যেমন, যে অবিবাহিত মেয়ের উপর কুরবানী ওয়াজিব নয় কুরবানীর পরদিন তথা যিলহজ্বের ১১ তারিখে তার বিয়ে হল, সেদিন স্বামী তাকে স্বর্ণ, টাক-পয়সা ইত্যাদি দিল যা সাড়ে ৫২ তােলা রুযার পরিমাণ বা তার চেয়েও বেশি। তখন সে এই ভেবে কুরবানী করে না যে, কুরবানীর দিন তাে অতিবাহিত হয়ে গেছে। এ ধারণা ভুল । মাসআলা হল, যিলহজ্বের ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১২ তারিখ সুর্যাস্ত পর্যন্ত মােট তিন দিন কুরবানী করা যায়। এ তিন দিনের যেকোন সময় কেউ নেসার পরিমাণ সম্পদের মালিক হলে তাকেই কুরবানী দিতে হবে।

 

-নসবুররায়া ৪/২১২-২১৩; বাদায়েউস সানায়ে ৪/১৯৮; রদ্দুল মুখতার ২/৩১৮; আলমগীরী ৫/২৯৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *