উত্তর: শরয়ী দৃষ্টিতে গুণাগুণসমৃদ্ধ সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল করার দ্বারা বিবাহ সংঘটিত হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যে মেয়ের নামে ইজাব-কবুল করা হয়েছে তার সাথেই বিবাহ হয়েছে। যাকে দেখানো হয়েছে তার সাথে নয়। উল্লেখ্য এমন প্রতারণা করা মারাত্মক গুনাহের কাজ।
রদ্দুল মুহতার ৩-১৫, আল বাহরুর রায়েক ৩-১৪৯, ইমদাদুল আহকাম- ২
Leave Your Comments