উত্তর: শরয়ী দৃষ্টিতে শ্রমিককে তার শ্রমের দ্বারা সৃষ্ট বস্তু থেকে পারিশ্রমিক দেয়া প্রচলনের ভিত্তিতে বৈধ আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে পশু বর্গা দেয়া এবং পারিশ্রমিক হিসেবে দুধ এবং লভ্যাংশের অর্ধেক দেয়া বৈধ হবে।
ফাতাওয়ায়ে কাজী খান ২-২১০. রদ্দুল মুহতার ৯-৭৮, জাদীদ ফিকহি মাসায়েল ৪-১৯৮
Leave Your Comments