উত্তর: শরয়ী দৃষ্টিতে ইঙ্গিতসূচক শব্দাবলী দ্বারা তালাক পতিত হওয়ার জন্য তালাকের নিয়ত করা শর্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি যদি “আমি তোমার সাথে সহবাস করবো না” দ্বারা তালাকের নিয়ত করে, তাহলে তার উপর তালাক পতিত হবে। অন্যথায় পতিত হবে না।
বাহরুর রায়েক ৩-৫২৭, তাবয়িনুল হাকায়েক ৩-৭৫, কিতাবুল ফাতাওয়া ৩-৫২
Leave Your Comments