প্রশ্ন: কেউ যদি সরকারী গাছ লীজ নেয় দুই কোটি টাকা দিয়ে। তাহলে তার উপর উক্ত গাছের যাকাত আসবে কি না?

উত্তর: শরয়ী দৃষ্টিতে নিজ মালিকানাধীন সম্পদ প্রয়োজন অতিরিক্ত হয়ে নেসাব পরিমান হলে তার উপর যাকাত ওয়াজিব।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে লীজকৃত গাছগুলো যেহেতু তার মালিকানাধীন নয়, তাই উক্ত গাছগুলোর উপর যাকাত ওয়াজীব হবে না। তবে এর থেকে উপার্জিত সম্পদ যাকাত উপযুক্ত হলে যাকাত ওয়াজিব হবে।

 

 

রদ্দুল মুহতার ৩-২১৩, আল হিদায়া আলা ফাতহিল কাদীর ২-১৭২, ফাতাওয়ায়ে উসমানী ২-৩৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *