উত্তর :- বদলী হজ আদায়কারী ব্যক্তি মূল মালিকের পক্ষ থেকে নিযুক্ত উকিল সাব্যস্ত হয়ে থাকেন। আর উকিলের যাবতীয় ভূমিকা মালিকের পক্ষ থেকেই বিবেচনা করা হয়।
তাই বদলী হজের উকিল নিযুক্ত হওয়ার পর অন্যের পক্ষ থেকে হজ আদায় না করে নিজের পক্ষ থেকে হজ আদায় করে নেয় তাহলেও তা মালিকের পক্ষ থেকেই বদলী হজ হিসেবেই আদায় হবে। নিজের জন্য আদায় হবে না।
রদ্দুল মুহতার – ২/৬০৪; আল বাহরুর রায়েক – ৩/১১৩; ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৪২৪; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ৬/৫৬৪।
Leave Your Comments