প্রশ্ন :- কোনো ব্যক্তি যদি রমাযানের রোযার নিয়তের সময় শুধু রোযার নিয়ত করে; ফরয বা নফলকে নির্দিষ্ট না করে; তার নিয়ত সহীহ হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর :-: রমাযানের রোযার নিয়তকালে শুধু রোযার নিয়ত করলেই চলবে। সুনির্দিষ্টভাবে ফরয বলা বা স্মরণ করা আবশ্যক নয়। কেননা রমাযান মাসে রোযা রাখলে তা রমাযানের রোযা বলেই বিবেচিত হবে। এমনকি নফলের নিয়ত করলেও রমাযানের রোযাই আদায় হবে, নফল নয়। তাই শুধু রোযার নিয়ত করলে চলবে। তবে নির্দিষ্ট করে ফরয রোযার নিয়ত করাই উত্তম।

 

তাবয়ীনুল হাকায়েক- ১/৩১৫, আল-ইখতিয়ার লি তালীলিল মুখতার- ১/১২৭, ফাতাওয়া হিন্দিয়া- ১/২৫৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *