উত্তর :- স্থানান্তর যোগ্য কোন জিনিসের উপরে মালিকানা সাব্যস্ত হওয়ার জন্য শরীয়ত উক্ত বস্তু হস্তগত করাকে শর্তারোপ করেছে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যেহেতু বস্তুটিকে হস্তগত করার পূর্বেই বিক্রি করা হয়েছে। তাই উক্ত বিক্রি সঠিক হয়নি।
বুখারী – ১/২৮৬; ফাতাওয়া শামী – ৫/১৪৭; আল বাহরুর রায়েক – ৬/১৯৪; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ১৪/২৮৪।
Leave Your Comments