উত্তর :- জিলহজ মাসের ৯ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিন ওমরা আদায় করা নিষেধ। এছাড়া বছরের বাকি যেকোন দিন ওমরা আদায় করা যেতে পারে।
আদ দুররুল মুখতার – ২/৪৭৩; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩১; হাশিয়ায়ে তাহতাভি- পৃ. ৭৪; মাজমাউল আনহার – ১/২৯; মাসায়েলে রাফাআত কাসেমি – ৫/৯৯।
Leave Your Comments