প্রশ্ন: কোন কোন মসজিদে দেখা যায় যে, ইমাম সাহেব মেহরাবের ভেতরে দাঁড়ায়। ইমাম সাহেব মেহরাবের ভেতরে দাঁড়ানোর হুকুম কি? মেহরাবের ভেতরে দাঁড়ালে নামায হবে কি?

উত্তর: ইমাম সাহেব মেহরাবের ভেতরে দাঁড়ানো অবস্থায় মুক্তাদিগণ ইমাম সাহেবের অবস্থান তথা রুক ও সিজদা করা পরিপূর্ণ ভাবে পরিলক্ষিত করতে না পারে তাহলে নামায হয়ে যাবে তবে মাকরূহ হবে। আর যদি এমন না হয় তাহলে মাকরূহ হবে না। আল মুহিতুল বুরহানী ২/১৯০, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৪/১৪০, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/১৬৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *