প্রশ্ন:- কোন কোম্পানি যদি শেয়ার বিক্রি করে তাহলে তার শেয়ার কিনে তাদের কোম্পানির অনারশীপে শরীক হওয়া যাবে কি না?

উত্তর:- সম্মিলিত ব্যবসায় পণ্য এবং ব্যবসা পদ্ধতি উভয়টা বৈধ হলে অংশগ্রহণ করাও জায়েয।

তাই কোন কোম্পানির  পণ্য  ও তার ব্যবসার পদ্ধতি হালাল হলে তাদের শেয়ার কেনা ও কোম্পানির মালিকানা  অংশে অংশীদারত্ব গ্রহণ করাতে কোন  সমস্যা নাই।

 

আদ দুররুল মুখতার – ৪/৩১১; আল হিদায়া – ৩/৫৯; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ১৩/৮৪; ফাতাওয়া মাহমুদিয়া – ১৬/১৮৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *