উত্তর :- ইসলামি শরীয়তে যেকোন ব্যক্তির জন্য দান-সদকা ইত্যাদি ইবাদতের মাধ্যমে সওয়াব পৌছানো জায়েয আছে। চাই ব্যক্তি জীবিত হোক বা মৃত তাতে কোন অসুবিধা নাই।
সুস্থ ব্যক্তির পক্ষ থেকে অন্য ব্যক্তির ওমরা করা জায়েয আছে।
রদ্দুল মুহতার – ১/৫৯৫; আল বাহরুর রায়েক – ৩/১০৫; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩২১; ফাতাওয়া সিরাজিয়া – পৃ. ১৮৩; ফাতাওয়া হাক্কানিয়া- ৪/২৪৪।
Leave Your Comments