উত্তর: শরয়ী দৃষ্টিতে চুরির হদ সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো; প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিস্কসম্পন্ন ব্যক্তি দশ দিরহাম বা সমমূল্যের সম্পদ সম্পদ চুরি করা।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি পাগল বা মাতাল ব্যক্তি চুরি করে তাহলে তার উপর শরয়ী হদ আসবে না। তবে চুরিকৃত বস্তুও ক্ষতি পূরণ দিতে হবে।
আল হিদায়া ২-৫৩৭, রদ্দুল মুহতার ৬-২৩৪, আল ইখতিয়ার ২-৩৯৫
Leave Your Comments