উত্তর:- পানি সৃষ্টিগতভাবে পবিত্র ও অপরকে পবিত্রকারী। কোন নাপাকি মিশ্রণ হয়ে তার সৃষ্টিগত গুনাবলি তথা রং, ঘ্রাণ ও স্বাদ এর যে কোনটি নষ্ট না করলে উক্ত পানি পবিত্র হিসেবেই ধর্তব্য হবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত অবস্থায় শুধু দীর্ঘদিন যাবত জমে থাকার কারণে উক্ত পাণি দূর্গন্ধময় হয়ে যাওয়ার কারেণে নাপাক হবে না। এপানি দিয়ে অযু গোসল করা যাবে।
– সূরা ফুরকান- ৪৮, সূরা আনফাল- ১১, ইবনে আবেদীন- ১/৩৬৮.
Leave Your Comments