প্রশ্ন :- কোন বিধর্মীর সাথে হাদিয়া, উপহার আদান প্রদান করা জায়েয হবে কি?

উত্তর:- একান্তু প্রয়োজনে বিধর্মীদের সাথে হাদিয়া বা উপহার আদান প্রদান করা বৈধ।

তবে তাদের সাথে অতিরিক্ত হৃদ্যতা যা ঈমানের জন্য ক্ষতিকর হয় তা জায়েয নেই।

 

সুরা মুমতাহিনা – ১। সুনানে তিরমিযি- ১/২৮৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৪০২। খুলাসাতুল ফাতাওয়া- ৪/৩৪৭। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৮/১৭৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *