প্রশ্ন: কোন বুযুর্গকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে কি না?

উত্তর: কুরআন সুন্নাহের বর্ণনা অনুযায়ী আল্লাহ তায়ালার অনুগ্রহ বা দয়া লাভের আশায় কাউকে উসিলা-মাধ্যম হিসাবে গ্রহণ করা বৈধ। সুতরাং কোন বুযুর্গকে উসিলা হিসাবে দোয়ায় উল্লেখ করা জায়েয হবে। সূরা মায়েদা, ৩৫, ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী ২/৫৭০, ফাতাওয়ায়ে দারুল উলুম করাচি ১০/১১৩

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *