উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী হজ্জ ফরয হওয়ার জন্য শর্ত হলো; আর্থিক এবং শারীরিকভাবে হজ্জ পালনে সক্ষম হওয়া।
প্রশ্নে বর্ণিত সূরতে শারীরিক অক্ষমতার কারণে উক্ত বৃদ্ধলোকটির উপর স্ব-শরীরে হজ্জ করা আবশ্যক না হলেও বদলী হজ্জ করানো আবশ্যক।
ফাতহুল কাদীর ২-৪২১, বাদায়েউস সানায়ে ৩-৪৫, ইমদাদুল আহকাম ২-১৫১, মারাকিল ফালাহ আলা হাশিয়াতিত ত্বহাবী ৭২৮
Leave Your Comments