উত্তর :- ইসলামে কামোত্তেজনার সাথে কামোদ্দীপক কোন নারীর যৌনাঙ্গ দেখার দ্বারা হুরমতে মুসাহারাত তথা বৈবাহিক আত্মীয়তার সম্পর্ক তৈরী নিষিদ্ধ হওয়া – সাব্যস্ত হয়। আর উক্ত মহিলা যেহেতু বৃদ্ধা। তাই তার লজ্জাস্থান কামো্দ্দীপনার সাথে দেখলে হুরমতে মুসাহারাতের সম্পর্ক তৈরী হবে না। কারণ তিনি কামোদ্দীপক নন।
আদ দুররুল মুখতার – ৬/৬৮; ফতহুল কাদীর – ৩/২১৪; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/৪১৪।
Leave Your Comments