প্রশ্ন: কোন ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার পর আজকে দিবে কালকে দিবে করতে করতে তার অধিকাংশ মাল নষ্ট হয়ে গেছে এমনকি সে যদি এখন যাকাত দেয় তার কোন মাল থাকবে না বরং সে নিজেই যাকাতের উপযুক্ত, এখন তার করণীয় কি?

উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যদি যাকাত ওয়াজিব হওয়ার পর যাকাত আদায় না করে অতঃপর সমস্ত মাল নষ্ট হয়ে যায় তাহলে তার উপর যাকাত আদায় করা জরুরী নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু তার অধিকাংশ মাল নষ্ট হয়ে গেছে এ পরিমাণ মাল নেই যার উপর যাকাত আসবে, অতএব উক্ত ব্যক্তির যাকাত দেওয়া ওয়াজিব হবে না।

ফাতহুল কাদীর ২/২০৮, মারাকিল ফালাহ ৭১৮, ইমদাদুল আহকাম ২/১২

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *