প্রশ্ন:- কোন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়। আর সে নিজের হজ আদায় না করে যদি বদলী হজ আদায় করে। তাহলে কি তার নিজের হজ আদায় হবে, নাকি বদলী হজ আদায় করতে হবে?

উত্তর :- হজ আদায়ের সামর্থবান ব্যক্তি নিজের হজ আদয় না করে বদলী হজ আদয় করার দ্বারা বদলী হজই আদায় হবে। নিজের হজ আদায় হবে না। তবে এমন ব্যক্তি দ্বারা বদলী হজ করানো মাকরূহ।

রদ্দুল মুহতার – ২/৬০৩; আল বাহরুর রায়েক – ৩/১২২; ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৪০১; আহসানুল ফাতাওয়া – ৪/৫১২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *