উত্তর:-বদলী হজ করার দ্বারা নিজের ফরজ হজ আদায় হবে না।
সুতরাং প্রশ্নেবর্ণিত ব্যক্তির নিজের ফরজ হজ আদায় হবে না। বরং যার পক্ষ থেকে আদায় করেছেন তার পক্ষ থেকেই হবে। নিজের উপর থেকে ফরজিয়ত রহিত হতে হলে নিজ টাকায় আলাদাভাকে হজ করতে হবে।
– আদ্দুররুল মুখতার ২/৬০২,তাবয়ীনুল হাকায়েক ২/৪২৪ আপকে মাসায়েল আওর উনকা হল ৫/২৯০
Leave Your Comments