প্রশ্ন:- কোন ব্যক্তির জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ বানানো যাবে কি না? যদি জায়েয না হয় তাহলে এমন মসজিদ ভাঙতে হবে কি না?

উত্তর:- ইসলামি শরীয়তে মসজিদের জায়গা ওয়াকফকৃত হওয়া জরুরী।

সুতরাং কারো জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ বানানো বৈধ হবে না। যদি মসজিদ নির্মাণ করেই ফেলে এবং জমির মালিক অনুমতি না দেয়। তাহলে উক্ত মসজিদ ভেঙ্গে ফেলা জায়েয আছে।

তবে অনুমতি ছাড়া মসজিদ নির্মাণকারীরা গুনাহগার হবে।

 

আদ দুররুল মুখতার- ২/২০০। মাজমাউল আনহার- ২/৫৬৭। রদ্দুল মুহতার – ৪/৩৯০। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ২৩/২১৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *