উত্তর :- জরুরী খরচ নির্বাহের আবশ্যক পরিমাণ হতে অতিরিক্ত জায়গা জমি বাড়ী-ঘর ও আসবাবপত্র থাকে এবং তা বিক্রি করলে তার হজের যাতায়াত ও আনুষঙ্গিক খরচ এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার -পরিজনের খাওয়া দাওয়াসহ যাবতীয় প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হয়ে যায়। তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে।
সুরা আলে ইমরান – ৯৭; আল লুবাব ফি শারহিল কিতাব – পৃ. ১৮৪; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২১৩;
Leave Your Comments