প্রশ্ন:- কোন ব্যক্তির তিন বিঘা আবাদি জমি রয়েছে। আর সে কর্মও করতে সক্ষম। আর সে যদি যমিনের একচতুর্থাংশ বিক্রি করে তাহলে সে অনায়াসেই হজ করতে পারবে। এমতাবস্থায় কি তার উপর হজ ওয়াজিব?

উত্তর :- জরুরী খরচ নির্বাহের আবশ্যক পরিমাণ হতে অতিরিক্ত জায়গা জমি বাড়ী-ঘর ও আসবাবপত্র থাকে এবং তা বিক্রি করলে তার হজের যাতায়াত ও আনুষঙ্গিক খরচ এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার -পরিজনের খাওয়া দাওয়াসহ যাবতীয় প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হয়ে যায়। তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে।

 

সুরা আলে ইমরান – ৯৭; আল লুবাব ফি শারহিল কিতাব – পৃ. ১৮৪; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২১৩;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *